২০ জুন, ২০২২ ২১:১২

সীতাকুণ্ড ট্রাজেডি; সহায়তা পেল হতাহতের পরিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীতাকুণ্ড ট্রাজেডি; সহায়তা পেল হতাহতের পরিবার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত-নিহত ৬৯ জনের পরিবারের সদস্যদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে হতাহতদের পরিবারের মাঝে চেক তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। বিএম কনটেইনার ডিপো লিমিটেড কর্তৃপক্ষ এ সহায়তা দেন।   

বিএম ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বিএম ডিপোতে মারা যাওয়াদের মধ্যে থেকে ২৬ জনের পরিবারকে চেক দেওয়া হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের নিখোঁজ ৩ জনসহ ১৩ পরিবারকে ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়। নিহত ১৩ পরিবারকে ১০ লাখ টাকার চেক দেয়া হয়। এছাড়া আহত ৪৩ জনের পরিবারকে আহতের মাত্রা অনুযায়ী ২ লাখ টাকা থেকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।  

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারে যদি কেউ কর্মক্ষম থাকে তাহলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বিএম ডিপো কর্তৃপক্ষ। তাদের পরিবারের কর্মক্ষম কেউ না থাকলে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন যাতে তারা চলতে পারে। এছাড়া যারা আহত হয়ে কর্মক্ষম হয়েছেন তাদের পরিবারের কাউকে চাকরির ব্যবস্থা করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর আন্তরিকতায় মুগ্ধ। ডিপোতে বিস্ফোরণের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতের পাশে দাঁড়াতে চট্টগ্রামবাসী যেভাবে ছুটে এসেছেন সেটি সারাদেশে নজির স্থাপন করেছে। চট্টগ্রামবাসীর এ আন্তরিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুগ্ধ হয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএম কনটেইনার ডিপোর পরিচালক আজিজুর রহমান ও শফিকুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কবির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।    

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর