চট্টগ্রামের রাউজানে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুব আলী (৬২) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার ছিটিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার বিকেল ৪টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ইয়াকুব আলী। তিনি ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। মঙ্গলবার সারাদিন তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, ইয়াকুব আলীর বাসা থেকে একশ গজ দূরে পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষজন দেখে পরিবারকে খবর দেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে না।
বিডি প্রতিদিন/এমআই