‘চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে অবৈধভাবে বেদখলে যাওয়া পাহাড় এলাকার পাহাড়কে পাহাড়ের আদলে রেখে তৈরি করা হবে জেলখানা, ক্রীড়া কমপ্লেক্স, বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল, ইকোপার্ক ও সরকারি বিভিন্ন দপ্তর।’ শুক্রবার বিকালে ছলিমপুর এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।
মন্ত্রী বলেন, সলিমপুরে নতুনভাবে যেন কেউ সরকারি জায়গা দখল না করে। সরকারি জায়গা দখল বেআইনি। যারা দখল করেছে তাদের পুনর্বাসন করা হবে। জায়গা যাতে কেউ নতুন করে দখল না, করে সেজন্য জেলা প্রশাসন সলিমপুরে নোটিশ টাঙিয়ে দেবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারটি বর্তমান স্থান থেকে সরিয়ে জঙ্গল সলিমপুরে নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে ওই এলাকায় একটি ইকোপার্ক, বিশ্বমানের একটি হৃদরোগ হাসপাতাল, আইকনিক মসজিদ, বেতার ভবন, জাতীয় তথ্য কেন্দ্র, নভোথিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে এসব কিছুই করা হবে পাহাড়কে পাহাড়ের আদলে রেখে।
বিডি প্রতিদিন/হিমেল