চট্টগ্রামে মোবাইল চোর সিন্ডিকেটের নেতা দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করে চোর চক্রের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। এছাড়া হাসপাতাল এলাকা থেকে দুই দালালকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ