চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনে যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া সদস্যরা হলো- সিপাহী মাইন হাসান রাকিব, লিটন চাকমা, ইয়াসিন আরাফাত, হাবিলদার মো. রবিউল ইসলাম।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান।
তিনি বলেন, রেলওয়ের স্টেশনে যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগের একটি ঘটনায় প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে আরএনবির সদস্যদের গত বুধবার রাতে সাময়িক বররখাস্ত করা হয়েছে।
জানা যায়, যাত্রী হয়রানি ও অনিয়ম নিয়ে সম্প্রতি এক যাত্রী আরএনবির সদস্যের সঙ্গে কথা বলেন। এ সময় আরএনবির এক সদস্য ওই যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার জেরেই আরএনবির তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিডি প্রতিদিন/এএম