চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে জেলা প্রশাসনের অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৮টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হয়। এর আগে গত মঙ্গলবার থেকে জঙ্গল সলিমপুর জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে আনা হয়। গত বুধবার স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা।
জানা যায়, জঙ্গল সলিমপুরগামী ও সেখান থেকে বের হওয়া প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটক করে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হয়। জঙ্গল সলিমপুরে প্রবেশকারী সন্দেহভাজন প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়। বহিরাগতদের সলিমপুর প্রবেশে বাধা দেওয়া হয়।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সরকারের পরিবেশবান্ধব মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গল সলিমপুরে যেন আর কোনো অবৈধ বসতি গড়ে না উঠে এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন শিফটে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন