চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শহর আলী এবং মো নেওয়াজ। গত বুধবার গভীর রাতে কোতোয়ালী থানাধীন বলুয়ার দীঘির পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, বুধবার রাতে ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালানোর সময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ