চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের (আংশিক) কমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে একটা মিছিলকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটেছে। শুক্রবার স্বরণসভাস্থলে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে এই স্বরণসভাসহ বির্তকিত কিছু ঘটনাসহ সংগঠনের নানা কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে হতাশা-ক্ষোভও ছিল বলে দলের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবসের এক ‘স্বরণ সভা’র আয়োজন ছিল। অনুষ্ঠানে একটা স্লোগানকে কেন্দ্র করে উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। হঠাৎ এই ঘটনার দৃশ্য দেখে কেন্দ্রীয় নেতারাও অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সভা শেষ হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবুর বিরুদ্ধে কোটি টাকার চাঁদাবাজি মামলার বিচার কাজ শুরুর বিষয়েও নানা প্রশ্ন উঠেছে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে। এ ঘটনায় কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলে ব্যাপক আলোচনা ও গুঞ্জন রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে নগর স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল এক নেতা বলেন, হঠাৎ করে কিছু কর্মী একটা মিছিল, স্লোগান দিয়ে উঠে, এসময় অন্য কর্মীরা নিষেধ করলে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়েছে।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে ক্ষুদেবার্তা পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল