বঙ্গোপসাগরের গভীরে ৯টি ইলিশ বোঝাই ট্রলারে গণডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে সাগরের সন্দ্বীপ চ্যানেলের কালীরচর থেকে আনোয়ারা গহিরা পর্যন্ত ৫০ নটিক্যাল মাইল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
চট্টগ্রাম সদরঘাট নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে সাগরের ৫০ নটিক্যাল মাইল এলাকা জুড়ে ৯টি ইলিশ বোঝাই ট্রলারে ডাকারিত অভিযোগ পাওয়া গেছে। শনিবার বোটগুলো কর্ণফুলীর ফিরিঙ্গিবাজার এলাকায় এসে জাতীয় জরুরী সেবা নম্বরে ফোন করে ডাকাতির কথা জানায়। এরপর খবর পেয়ে জেলেদের সাথে কথা বলে পুলিশ। জেলেদের দাবি ডাকাতরা প্রায় ২৫ হাজার পিস ইলিশ লুঠ করে নিয়ে যায়। ডাকাতির ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য জেলেদের বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম