চট্টগ্রামের গার্মেন্টস কর্মী শিরিনা আকতার খুনের সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী আলী আজগর আকনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারীয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, স্ত্রী শিরিনা আকতারকে খুনের পর পিরোজপুর পালিয়ে যান আলী আজগর। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন।
র্যাব জানায়- পারিবারিক কলজের জের ধরে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এবং ঝগড়া হতো। গত ২৫ আগস্ট দুই জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধর এবং শ্বাসরোধ করে পালিয়ে যায় আলী আজগর। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করলে র্যাব তদন্তে নামে।
বিডি প্রতিদিন/হিমেল