চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতি মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছার আদালত।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, দুদকের দায়ের করা মামলায় সরফরাজ খান চৌধুরী আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত একই সাথে অন্য চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য কেনা যন্ত্রপাতি বাজার মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে মোট ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। এ ঘটনায় ২০১৯ সালের ২৫ নভেম্বর সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। এ মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলার অন্য আসামিরা হলেন- চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. আব্দুর রব, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. মইন উদ্দিন মজুমদার, সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. বিজন কুমার নাথ, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান কোম্পানির স্বত্ত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার, মুন্সী ফারুক হোসেন এবং আফতাব আহমেদ।
বিডি প্রতিদিন/হিমেল