জনতার আদালতে লুটপাটকারীদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। রবিবার বিকালে বাগমনিরাম ওয়ার্ড বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দ্রুত পদত্যাগ করুন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে আজ সবকিছুরই ঊর্ধ্বগতিতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা চাই বাংলাদেশ যেন শ্রীলংকার অবস্থার দিকে না যায়। কিন্তু সরকারের লাগামহীন দুর্নীতি, দুঃশাসন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে থাকলে এই দেশকে অচিরেই শ্রীলংকার পরিণতি ভোগ করতে হবে। সরকারের এ লুটপাটের বিচার জনতার আদালতেই করা হবে।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম আবুল ফয়েজের সঞ্চালনায় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নূর হোসেন প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আবু জাফর