পুকুরের পানিতে ডুবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮ নম্বর ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায় মোহাম্মদ সজীব নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সজীব ওই এলাকার ওসমান গণি ফজুর ছেলে।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসরাত হোসাইন।
পরিবারের বরাত দিয়ে ডা. ইসরাত হোসাইন বলেন, সকালে মসজিদ সংলগ্ন একটি তাল গাছ থেকে পুকুরে তাল ঝরে পড়ে। সজীব আগ্রহের বসে তালটি দেখতে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা