চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- নুর জাহান ওরফে নুর সাফা এবং নুর ফাতেমা। অভিযানে তাদের কাছ থেকে এক হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। রবিবার রাতে নগরীর স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
সিএমপি’র অতিরিক্ত উপ-কমিনার (গণমাধ্যম) আরাফাতুল ইসলাম বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার কর হয়। অভিযানে তাদের কাছ থেকে ১৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম