চট্টগ্রামে সাড়ে তিন কেজি আফিমসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম সুমন তঞ্চংগ্যা। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হলেও সোমবার তা গণমাধ্যমে অবহিত করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে তিন কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়।
তিনি বলেন, সুমন পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী চক্রের সদস্য। সন্ত্রাসী কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করতেই মাদক ব্যবসায় জড়িয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আফিম সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই