চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চোরাই জ্বালানি তেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম নুর আলম। মঙ্গলবার দুপুরে নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, শেরশাহ এলাকায় জাহাজের চোরাই জ্বালানি তেল বেচাকেনা করছে- এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ৫ লিটার চোরাই তেলসহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম