চট্টগ্রাম নগরীর ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মমতা মাতৃসদনের সুপারভাইজার মোরশেদ আলম, সিকিউরিটি গার্ড মো. সেলিম, আবুল কাশেম, শিমু দাশ এবং রিমন মল্লিক। মঙ্গলবার ভোরে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
ইপিজেড থানার ওসি আবদুল করিম বলেন, গত ২৮ আগস্ট মমতা মাতৃসদন থেকে চুরি হওয়া নবজাতকটি আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতি ও তাদের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া প্রথম তিনজন নবজাতককে চুরির সহায়তা করে এবং বাকি দুই লালন-পালন করার জন্য চুরি করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম