চট্টগ্রাম নগরীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মো সোলেমান। বুধবার ভোরে নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি’র উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, ২৭ আগস্ট বিকেলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে সোলেমান। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম