চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। বুধবার বিকেল ৪ টার দিকে নগরের রেস্টুরেন্টের পাশে এই ঘটনা ঘটে। ভেঙ্গে পড়া ভবনটি রতন বাবুর পুরাতন বিল্ডিং নামে স্থানীয়দের কাছে পরিচিত।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রুবেল হাওলাদার জানান, বিকেল চারটার দিকে বেশ কয়েকজন পথচারী ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় আচমকা ভবনটি ভেঙ্গে পড়ে। ভবনের দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে পথচারী জসিম ঘটনাস্থলে মারা যান। আরো একজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। নিহত জসিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায়।
বিডি প্রতিদিন/এএম