চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে আবিদা সুলতানা অয়নী (১০) নামে এক কন্যা শিশুকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় শিশুটির মা বিবি ফাতেমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেছেন।
বাদীর আইনজীবি গোলাম মওলা মুরাদ বলেন, মামলার আবেদন করা হলে আদালত বাদীর বক্তব্য গ্রহণ করেছেন। পাশাপাশি মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য পাহাড়তলী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে এখনো আদালত থেকে এ ধরণের কোন নির্দেশনা আমরা পায়নি।
বিডি প্রতিদিন/এএম