১৩ এপ্রিল, ২০২৩ ১৬:৫২

চট্টগ্রামে পাঁচ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে পাঁচ ডাকাত গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- শেখ রাহাত, মেহেদী হাসান মুরাদ, মো. হাসান মুরাদ. মো. ইমরান এবং লোকমান হোসেন। গত বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেঅস্ত্র, চাকু, কিরিচ জব্দ করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফ হোসেন বলেন, একদল ডাকাত রাউজানের নোয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর