চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় নুরুন নবী (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুুলিশ। বৃহস্পতিবার সাঙ্গু-অক্সিজেন সড়কের একটি তেলের ডিপো থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত নুরুন নবী ফেনীর সোনাগাজী উপজেলার বক্তামুন্সী সমাপুর গ্রামের বজলুল রহমানের পুত্র।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, ওই ব্যক্তির গলায় তার প্যাঁচানো ছিল, মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিডি প্রতিদিন/এএম