চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম-১০ আসনে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে একটি প্রতিবাদী মেন্ডেট প্রদানের শুভক্ষণ। কারণ এই অপশক্তিটি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা নির্বাচন বানচাল করার জন্য এখন থেকেই উঠেপড়ে লেগেছে। বিএনপি দলটি ক্যান্টেনমেন্টে জন্ম দেওয়া এবং অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে। তাদের প্রতিষ্ঠাতা যে দলটি গঠন করেছেন সে দলটি সুবিধাভোগী ও স্বাধীনতা বিরোধী শক্তি রসায়নে একটি অরাজনৈতিক প্লাটফর্ম।
শুক্রবার চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের গণসংযোগকালে এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ এ সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানীদের গণহত্যায় প্রত্যক্ষ অংশ নিয়েছিল। চিহ্নিত এই দু’টি অপশক্তি বাংলাদেশের অস্তিত্বকে কিছুতেই মেনে নিতে পারে না। কারণ তাদের রক্তের ভেতরেই রয়ে গেছে পাকিস্তানী প্রেতাত্মার বীজ। এদেরকে নিশ্চিন্ন করতে হলে এই উপনির্বাচনে ভোটারদের উপস্থিতির হার বাড়িয়ে তাদের বিরুদ্ধে গণরায় প্রদান করতে হবে।
গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের নাজিমুল ইসলাম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল