বাগেরহাট থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণের হোতা বখাটে রসুল শেখকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১৫নং ঘাট এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, অপহরণের শিকার ওই কিশোরী বাগেরহাটের একটি কলেজের শিক্ষার্থী। কলেজে যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো রসুল শেখ। গত ৪ জুলাই কলেজে যাওয়ার পথে সহযোগীদের সহায়তায় ওই কিশোরীকে অপহরণ করে।
এ ঘটনায় কিশোরীর পরিবার বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। প্রযুক্তির সহায়তায় রসুলের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানে ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক