চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের পাহাড়ি এলাকা থেকে মো. এরশাদ (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল তিনটার দিকে বাড়বকুণ্ডের কেএসআরএম গেইটের বিপরীত পাশে পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত এরশাদ ওই এলাকার নুর বক্সের ছেলে।
সীতাকুণ্ড থানার এসআই সজীব হোসেন জানান, এক পথচারী সীতাকুণ্ড থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো চলছে।
বিডি প্রতিদিন/এএম