চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদীতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক সবুজ মিয়ার (২৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর ১২টায় উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের লামার বাজার এলাকা থেকে তার লাভ উদ্ধার করা হয়। নিহত সবুজ নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে তিনি বন্ধুদের নিয়ে শঙ্খ নদী ভ্রমণে গিয়ে নিখোঁজ হন।
সবুজের স্ত্রী সেলিনা আকতার সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সকালে পাঁচ বন্ধুসহ আনোয়ারার জুঁইদন্ডী খুরুস্কুল গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন সবুজ। দুপুর ১২টার দিকে বন্ধুদের নিয়ে শঙ্খ নদীতে নৌকা ভ্রমণে যান সবুজ। নৌকাটি মাঝ নদীতে গেলে আচমকা পানিতে ডুবে যায়। এসময় নৌকাতে থাকা মোহাম্মদ পারভেজ (৩১), মোহাম্মদ ফারুক (২৭), রায়হান (২৪), কায়সার (৩০) ও মোহাম্মদ টিটুকে (১৮) স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হলেও সবুজ নদীতে তলিয়ে যায়। প্রায় ২৪ ঘণ্টা পর আজ দুপুরে তার লাশ পাওয়া যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, দুপুর ১২টার দিকে লামার বাজার এলাকায় শঙ্খ নদীতে ভাসতে থাকা সবুজ মিয়ার লাশ দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। নিহতের লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম