বাংলাদেশের উপর শকুনের আগ্রাসী কু-দৃষ্টি পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় না। শুধু ক্ষমতা চায়। এজন্য তারা বিদেশে লক্ষ কোটি ডলার বিনিয়োগ করে শকুন রূপি লবিস্ট নিয়োগ করেছে। এ কারণে ইদানিং বাংলাদেশে বিদেশীদের ঘন ঘন আনাগোনা বেড়ে গেছে।
রবিবার চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ডে গণসংযোগকালে একথা বলেন।
তিনি বলেন, বিএনপি কথিত একদফার ডাক দিয়ে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন শান্তিপূর্ণ হলে কোনো সমস্যা নেই। অতীতের মতো তাদের অভিযানে শান্তি বলে কোনো শব্দ নেই। কেননা অতীতে দেখেছি তারা আন্দোলনের নামে জ্বালাওপোড়াও করেছে। টানা ৯০ দিন হরতাল অবরোধ করে কম করে হলেও ৯ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ নষ্ট করেছে। এ সবের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এই অশান্তির বিরুদ্ধে আমরা সবর্শক্তি নিয়োগ করে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবো।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচন হবেই এবং সংবিধান সম্মতভাবে। বিএনপি চায় তাদেরকে পছন্দ ও ছক অনুযায়ী নির্বাচন হউক। এটা তাদের কল্পনা প্রসূত স্বপ্ন। বাস্তবতা হচ্ছে বিএনপি নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার জন্য নেতিবাচক পথে এগুচ্ছে। এজন্যই তারা নির্জলা মিথ্যাচার করে বিদেশের কাছে করুণা প্রার্থী হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের মমিনুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব সিদ্দিক আহমদ, দিদারুল আলম মাসুম, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম