অসামাজিক কার্যকলাপের জন্য ১৮টি হোটেলের লাইসেন্স বাতিল চেয়ে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন সিএমপি’র কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর। এসব আবাসিক হোটেলে রুম ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়-এমন অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের কাছে এ আবেদন করা হয়।
সিএমপি’র কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবীর বলেন, নিয়মিত অভিযান চালিয়েও হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ বন্ধ করা যাচ্ছে না। তাই কোতোয়ালী থানা এলাকার এসব হোটেলের লাইসেন্স বাতিল করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, এসব হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। বেশ কয়েকবার অভিযান চালিয়ে নারী-পুরুষদের গ্রেফতার করে আদালতে সোপর্দও করা হয়। কিন্তু হোটেলের মালিক ও ম্যানেজারদের বারবার অসামাজিক কার্যকলাপ পরিচালনা করায় লাইসেন্সের শর্ত ভঙ্গ করছে। এজন্য হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই