চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার আমিরাবাদ গোলাম নবী হাজির ঘাটা এলাকায় এবং সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের লোহাড়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন মডার্ন ক্লাব কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন মোহেনুর রহমান (৫০) ও নুর মোহাম্মদ (২৫)। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে গোলাম নবী হাজির ঘাটা এলাকায় কক্সবাজারগামী মোটরসাইকেল ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোহেনুর রহমান নামের ওই মোটরসাইকেল চালক নিহত হন। এসময় মো. জুয়েল (৪২) নামে মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মোহেনুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইব্রাহিমপুর মোল্লা বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে এবং আহত জুয়েল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকার আবদুল মোতালেবের ছেলে। তারা মোটরসাইকেল যোগে ঢঅকা থেকে কক্সবাজারে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকে যোগে লোহাগাড়া স্টেশনের দিকে যাওয়ার সময় কক্সবাজারমুখী একটি ট্রাক ধাক্কা দিলে নুর আহমদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বটতলী এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুর মোহাম্মদ পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ার নুরুল আলমের ছেলে।
বিডি-প্রতিদিন/শফিক