চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসেই ১ হাজার ৭৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন। চলতি বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪১ জন এবং মারা গেছেন ২৩ জন। এর মধ্যে জুলাই মাসেই মার গেছেন ১৪ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গুতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। তাই দিনে হোক রাতে হোক, ঘুমানোর সময় অবশ্যই যেন মশারি টাঙিয়ে ঘুমায়। আর কোনো উপসর্গ দেখা দিলেই যাতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। তবে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে।
বিডি প্রতিদিন/এএম