আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘বেগম জিয়া মাগুরায় যে স্টাইলে নির্বাচন করেছিল, সেই স্টাইলে নির্বাচন করতে চাইছেন ফখরুল সাহেবরা। ওই নির্বাচন এদেশে হবে না। এখানে নিয়ম মেনে নির্বাচন হবে। যদি জনপ্রিয়তা থাকে বিএনপি নেতারা নির্বাচন করে জয়লাভ করুক।’
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মো. এরাদুল হক নিজামী ভুট্টকে সভাপতি ও মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
সম্মেলনে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সেসহ উন্নত বিশ্বে একইভাবে নির্বাচন হয়। নির্বাচন করে নির্বাচন কমিশন। মির্জা ফখরুলকে জানতে চাই আমেরিকায় যখন নির্বাচন হয় তখন সেখানে রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছিল। ট্রাম্প কি পদত্যাগ করেছিল। রাষ্ট্রপতি বাইডেন কি পদত্যাগ করবেন। তাহলে আমরা কোন দোষ করলাম। পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদী কি পদত্যাগ করবে? তিনিতো প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন বিধিবিধান অনুযায়ী থাকবেন, নির্বাচন পরিচালনা করবেন।’
সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সাড়ে ১৪ বছরে দেশ বদলে গেছে। কেউ স্বীকার করুক বা না করুক। খাদ্যঘাটতি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা সরকার গঠন করার পর দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ধস নামানো বিজয়ের মাধ্যমে সারাদেশে জয় লাভ করবে।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সংবিধানের প্রতি যদি শ্রদ্ধাশীল হন, বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। আন্দোলন করে আওয়ামী লীগকে নামাবেন এই দুঃসাহস ভুলে যান। মানুষ আমাদের প্রত্যাখান করলে আমরা ক্ষমতা ছেড়ে দিব। কিন্তু মানুষ আপনাদের প্রত্যাখান করছে।’
সম্মেলনর উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম,সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল