চট্টগ্রামের মিরসরাই থানাধীন মঘাদিয়া এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে প্রিয় লাল দাস (৪১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমানের আদালত এ রায় দেন। প্রিয় লাল দাস ওই এলাকার দাস পাড়ার মৃত মনোরঞ্জন দাসের ছেলে। মামলার শুরু থেকেই আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সুজাতা বালা দাসকে হত্যা মামলায় ১৪ সাক্ষীর মধ্যে আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড , ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের মার্চ প্রিয় লাল দাসের সঙ্গে সুজাতা বালা দাসের পারিবারিকভাবে বিয়ে হয়। ২০১০ সালের ৮ ডিসেম্বর বিকেলে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে সুজাতা বালা দাসের বাবা নিতাই চন্দ্র দাসকে খবর দেওয়া হয়। পরে মিরসরাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠাই। এ ঘটনায় মিরসরাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসক মতামত দেন- সুজাতা বালা দাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২০১১ সালের ১১ এপ্রিল সুজাতা বালা দাসের বাবা নিতাই চন্দ্র দাস বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় বলা হয়, পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে প্রিয় লাল দাস স্ত্রী সুজাতা বালা দাসকে গলায় হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে গলায় গামছা দিয়ে প্যাঁচিয়ে রেখে আত্মহত্যা করে বলে প্রচার করে।
বিডি প্রতিদিন/এএম