চট্টগ্রামের খুলশী এলাকায় ছুরিকাঘাতে আবদুর রহমান সুজন নামে এক যুবক (২০) নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান সুজন নোয়াখালীর সেনবাগের মো. রিপনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আটটার দিকে খুলশী সেগুনবাগান এলাকার ক্যান্টিন গেইটের সামনে ইমন নামের এক যুবক দাঁড়িয়েছিলেন। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি অটোরিকশা আসছিল। ইমন সেই অটোরিকশার চালককে গাড়ির গতি কমাতে বললে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওই অটোরিকশায় থাকা অন্য যুবকরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ইমন ও তার সহপাঠীদের উপর চড়াও হয়। তারা আবদুর রহমান সুজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ছুরিকাঘাতে আহত সুজনকে গুরুতর অবস্থায় সোহান নামে তার এক বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ