চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম চাঁপাছড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত প্রবাসী দুলা মিয়া (৬০) মারা গেছেন। শনিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় দুলা মিয়াসহ ৪ জন আহত হয়েছিলেন। নিহত দুলা মিয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তিনি স্থানীয় আবুল খায়েরের ছেলে।
জানা গেছে, মধ্যম চাঁপাছড়ি গ্রামের আবু নাঈম চৌধুরী ও হেলাল উদ্দিন চৌধুরীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে গত ৮ সেপ্টেম্বর দুইপক্ষের মারামারি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় হেলাল ও তার সহযোগিরা। এতে নাঈম চৌধুরীর দুই ছেলে সেলিমুল ইসলাম চৌধুরী ও শরীফ চৌধুরী গুরুতর আহত হন। খবর পেয়ে চাচাতো ভাইদের বাঁচাতে এগিয়ে যান দুলা মিয়া ও নওয়া মিয়া। তারাও হামলায় আহত হলে পরবর্তীতে গুরতর আহত অবস্থায় ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুলা মিয়ার মৃত্যু হয়।
বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুর রহমান জানান, এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। আসামিরা জামিনে আছেন।
বিডি প্রতিদিন/এএম