ডায়রিয়াজনিত রোগ কলেরা নিয়ন্ত্রণে চট্টগ্রামে টিকা কর্মসূচি শুরু হচ্ছে। রবিবার থেকে কলেরা টিকা কর্মসূচি শুরু হয়ে চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। চট্টগ্রাম নগরের ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে টিকা কর্মসূচি চলবে।
জানা যায়, আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) উদ্যোগে প্র্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের অধীন চট্টগ্রাম নগরের ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে কলেরা টিকা দেয়া হবে। এ দুই ওয়ার্ডে ১ লাখ ৩৫ লাখ মানুষকে ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনে কলেরা টিকার প্রথম ডোজ খাওয়ানো হবে। দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে আগামী ৮ থেকে ১২ অক্টোবর।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী বলেন, এক বছরের ঊর্ধে বয়সীদের কলেরা টিকা খাওয়ানো হবে। প্রথম পর্যায়ে নগরের ৩৮ ও ৩৯নং ওয়ার্ডে এ কর্মসূচি চলবে। পরবর্তীতে নগরীর সবগুলো ওয়ার্ডে চালু করা হবে। টিকা কর্মসূচির জন্য দুই ওয়ার্ডে ৪৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৮ নং ওয়ার্ডে ২২টি ও ৩৯ নং ওয়ার্ডে ২৩টি। প্রতিটি কেন্দ্রে পাঁচজন করে কর্মী টিকা কর্মসূচি বাস্তবায়ন কাজে নিয়োজিত থাকবেন।
বিডি প্রতিদিন/এএম