চট্টগ্রামের পটিয়া উপজেলায় রিপন মল্লিক (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পটিয়ার বড়লিয়া ইউনিয়নের মহাজন দীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবক বড়লিয়া ইউনিয়নের মহাজন বাড়ির মৃত মিনাল কান্তি মল্লিকের ছেলে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, রিপন ব্রেন স্ট্রোকে মারা গেছে বলে পরিবারের পক্ষ জানানো হয়েছে। এ কারণে লাশের ময়নাতদন্ত বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার মহাজনদীঘিতে মাছ ধরার জন্য সেচ দিয়ে পানি কমানো হচ্ছিল। রিপন দীঘির পাড়ে বসে ছিল। সেখান থেকে সে নিখোঁজ হয়। শনিবার ভোরে স্থানীয় লোকজন দীঘিতে তার লাশ ভাসতে দেখে। এরপর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। রিপন এর আগেও দুইবার ব্রেইন স্ট্রোক করেছিলো। তাই সবার ধারণা, এবারও ব্রেইন স্ট্রোক করে সে দীঘির পানিতে পড়ে গিয়েছিল। তার গায়ে আঘাতের কোনো চিহৃ ছিল না।
বিডি প্রতিদিন/এএম