৩ মার্চ, ২০২৪ ২১:০২

চট্টগ্রাম কারাগারে বন্দীর মৃত্যু, পিবিআইকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগারে বন্দীর মৃত্যু, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রতীকী ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দী রুবেল দে’র মৃত্যুর ঘটনায় করা মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এই আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস জানান, পুলিশ ও কারা হেফাজতে বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ এনে প্রয়াত রুবেলের স্ত্রী পূরবী পালিত মামলাটি দায়েরের আবেদন করেন। কয়েকদিন আগে মামলার আবেদনটির উপর শুনানি হলেও কোনো আদেশ দেওয়া হয়নি। আজ পিবিআই মেট্টো সার্কেলের পুলিশ সুপারকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পদ্মা ওয়ার্ডে বন্দী বোয়ালখালী উপজেলার বাসিন্দা রুবেল দে (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মারা যান। পরদিন ময়নাতদন্ত শেষে রুবেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ এনে কারাগারের একাধিক কর্মকর্তা ও বোয়ালখালী থানার কয়েকজন কর্মকর্তাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছার কাছে মামলার আবেদন করেন প্রয়াত রুবেলের স্ত্রী।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর