২২ মার্চ, ২০২৪ ২২:৪৩

স্বার্থান্বেষী মহলের নিত্যপণ্যের দাম বৃদ্ধির চক্রান্ত ব্যর্থ হয়েছে: নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বার্থান্বেষী মহলের নিত্যপণ্যের দাম বৃদ্ধির চক্রান্ত ব্যর্থ হয়েছে: নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পবিত্র রমজান মাসে একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে অসহনীয় ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সরকার ও প্রশাসনের সতর্ক তদারকিতে সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। 

শুক্রবার নগর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।

নাছির বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে গেলে হৈ হৈ রব উঠে। কিন্তু এবার রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক অবস্থার চেয়ে ধারাবাহিকভাবে নিম্নমুখী। কিন্তু এই নিয়ে কোনো সন্তুষ্টির চিহ্ন মাত্র নেই। এটাই আমাদের জন্য পরিহাস হলেও সৃষ্টিকর্তার দোয়া ও বরকত আমাদের উপর বর্ষিত হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর