চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মিশন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরি ও মূর্তি ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গত শনিবার (১৩ জুলাই) মধ্যরাতে রাঙ্গুনিয়ার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরি হয়। চোরের দল মন্দিরের লোহার গ্রীলের দরজা ভেঙে নগদ টাকাসহ দানবাক্স, সিসিটিভি ক্যামরাসহ পূজার সরঞ্জামাদি নিয়ে যায়। ঘটনার পর মন্দিরের ভেতরে দুটি প্রতিমা ভাঙা অবস্থায় পাওয়া যায়। রবিবার সকালে স্থানীয়রা মন্দিরে পূজা দিতে গেলে চুরির ঘটনা টের পান।
ওসি জানান, ঘটনার পর পুলিশ চুরির ঘটনা তদন্তে গিয়ে মন্দিরের কিছুটা দূরে ভাঙ্গা অবস্থায় দানবাক্স ও এর পাশে আগুনে পোড়া অবস্থায় একটি হারমনিয়াম উদ্ধার করে। পরে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. আলী (৩০), মো. আদর (১৮), মো. রিয়াদ (১৯), মো. জুয়েল (১৯) ও বেলাল হোসেন (২০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল