চট্টগ্রামের সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ও গতকাল রবিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও মো. ফয়সাল (২২)। এদের মধ্যে আনোয়ারের বাড়ি সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নে। অন্যদিকে ফয়সাল শিক্ষার্থী ছিলেন, তার বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আবদুল হাকিম আজাদ জানান, সোমবার সকাল ১০টার দিকে সন্তানকে পৌর সদরের মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার। শেখপাড়া এলাকায় পৌছালে তাঁর মোটর সাইকেলের সাথে একটি ট্রাকের ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, রবিবার রাতে চট্টগ্রাম শহর থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফয়সাল। এসময় তিনি শিকলবাহা ইউনুস মার্কেট সংলগ্ন এলাকায় এলে একটি ড্রাম ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এসময় আরও দুইজন আহত হন। তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ