চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় টার্ফ নিয়ে সংঘর্ষে যুবক খুনের ঘটনায় মো. তারেক (২৪) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১টার দিকে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। গ্রেফতারকৃত তারেক ওই এলাকার মো. রফিকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, ‘স্পোর্টস জোনে সংঘর্ষে জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার আসামি তারেককে রবিবার রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।’
এর আগে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরাতন চান্দগাঁও পাঠানিয়াগোদা এলাকায় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে একটি টার্ফে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে দুজন ছুরিকাঘাতে আহত হন। হাসপাতালে নিলে তাদের একজনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন