চট্টগ্রাম নগরীর মুরাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় জয়নাল উদ্দীন জাহেদ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তার সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানকে দেখতে এসে তিনি গ্রেফতার হন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সুফিয়ান কুতুবী জানিয়েছেন, সোমবার সকালে জয়নাল হাসপাতালে গেলে তাকে চিনতে পেরে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। এই ঘটনায় ১৮ আগস্ট রাতে ওয়াসিমের মা জোসনা আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ড. হাছান মাহমুদসহ ১০৮ জনকে আসামী করা হয়। অজ্ঞাত আসামী করা হয় ১৫০ জনকে।
বিডি প্রতিদিন/এএম