এইচএসসি পাস করেই মোরশেদুল আলম নামের এক ব্যক্তি গত ১০ বছর ধরে চেম্বার করে আসছেন। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা খেলেন। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গুনিয়ার সহকারি কমিশনার (ভূমি) মারজান আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে চেম্বারে হাতেনাতে ধরা হয়। এ সময় ভুয়া চিকিৎসক মোরশেদুল আলমকে এক লাখ টাকা জরিমানা এবং চেম্বার বন্ধ করে দেয়া হয়।
রাঙ্গুনিয়ার সহকারি কমিশনার (ভূমি) মারজান আক্তার বলেন, বিএমডিসির কোনো নিবন্ধন ছাড়াই তিনি ডা. লিখে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন। অভিযান পরিচালনা করে তাকে চেম্বারে হাতেনাতে ধরা হয়। এ সময় বিএমডিসি আইন অনুসারে এক লাখ টাকা জরিমানা এবং চেম্বার বন্ধ করে দেয়া হয়।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম বলেন, কথিত চিকিৎসক মাত্র এইচএসসি পাস। এতটুকুতেই তিনি এমবিবিএস ও এমডি ইন্টারনাল মেডিসিন পাস লিখে গত ১০ বছর যাবত চেম্বার করে আসছেন। এ খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে তাকে জরিমানা ও চেম্বার বন্ধ করে দেয়া হয়। অবৈধ ল্যাব, হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল