ক্রিকেট বল গায়ে লাগাকে কেন্দ্র করে ওমরগনি এমইএস কলেজ এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জাকির হোসেন রোডের দুই প্রতিষ্ঠানের ক্যাম্পাস চত্বরে এ ঘটনা ঘটে।
সিএমপি’র খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, কলেজ মাঠে শিক্ষার্থীরা ক্রিকেট খেলছিল। এ সময় ক্রিকেট বল একজন শিক্ষার্থীর গায়ে পড়ে। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই কলেজের অধ্যক্ষ বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/একেএ