চট্টগ্রামের রাউজানে দুই ছাত্রদল নেতাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের চার ঘণ্টা পর কর্ণফুলী নদীর পাশে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের অপহরণ করা হয়।
উদ্ধার হওয়া ছাত্রদল নেতারা হলেন-উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, নোয়াপাড়া থেকে দুইজনকে অপহরণ করা হয়েছে। বিকেলে তাদের কর্ণফুলী নদীর পাশে কচুখাইন এলাকা থেকে উদ্ধার করা হয়। সোহেল চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাজ্জাদ হোসেনকে রাউজানে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই