চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দ্বীপের কুল এলাকা থেকে এক নলা বন্দুকসহ রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ওই যুবকের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন, গত রবিবার রাতে নগরীর নতুন ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশিতে সন্দেহজনক আচরণ করার কারণে মোরশেদকে তল্লাশি করলে তার পকেটে একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। পরে মোরশেদের মোবাইল চেক করলে অস্ত্র হাতে একটি সেলফি দেখা যায়। পরে তার দেয়া তথ্যমতে সাতকানিয়া থানার সহযোগিতায় তার বাড়িতে তল্লাশি করে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা