চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশ হাট এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৫০) প্রকাশ বাইট্টা কাশেমকে ৫৪৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে দরবেশ হাট রোড এলাকার একটি সুপারশপে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কাশেম প্রকাশ বাইট্টা কাশেম লোহাগাড়া সদর জোনাবীর পাড়ার মৃত এনায়েত আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী তার দেয়া তথ্যের ভিত্তিতে ৫৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ