ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই ওয়ার্লেস এলাকায় বেপরোয়া গতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে অনিল জলদাস (৬৫) নামের বয়োবৃদ্ধ এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। মৃত অনিল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বাসিন্দা। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ঘটনাত সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাসড়কের ওয়ার্লেস এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ