চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ফারুক আহম্মদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে আসামি করা হয়। তিনি ওই এলাকার দানু মেম্বার বাড়ির বাসিন্দা।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, ফারুক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম