চট্টগ্রামের হাটহাজারীর প্রবাসী যুবক সালাউদ্দিন (৪৫) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মারা গেছেন। গতকাল রবিবার (১০ নভেম্বর) দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। নিহত সালাউদ্দিনের বাড়ি হাটহাজারীর মেখল ইউনিয়নে।
সালাউদ্দিনের স্বজনদের বরাতে নিহতের প্রতিবেশি মো. হাসান জানিয়েছেন, দুবাইয়ের আজমান এলাকায় মোটরপার্টসের ব্যবসা ছিল সালাউদ্দিনের। তিনি দীর্ঘ দেড় দশক ধরে সেখানে থাকতেন। কিছুদিন আগে দেশ থেকে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরেন। গত রবিবার রাসুলকাইমা নামক শহরে এক বন্ধুর কাছে বেড়াতে যান। সেখানে রেস্টুরেন্টে খাবার খেতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের লাশ দুবাইয়ের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমিরাতের আইনি প্রক্রিয়া শেষ হলে তার লাশ বাড়িতে আনা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ